top of page
Search

Tuscany

Updated: Oct 2, 2021

প্রথম পর্ব


covid-19 আক্রান্ত ইতালিতে মৃতের সংখ্যা প্রায় নয় হাজার। বার বার এ খবরে আসছে ইতালির কথা, আর তার সাথে আমার মনে পরে যাচ্ছে 2018 এর ইতালি ভ্রমণের স্মৃতি। তাই সেটা আপনাদের সবার সাথে ভাগ করে নিচ্ছি।

চার কামরার ছোট ট্রেনের speaker এ শোনা গেল বহুবার শোনা সে সম্বোধন " signore signora" ( পুরুষ ও মহিলারা) , পরবর্তী স্টেশন Montepulciano। গোটা বগিতে দশ বার জনের বেশি নেই,ট্রেনটা sienaa থেকে chiusi যাচ্ছে, সময় নেই এক ঘণ্টা মতো। আমরা উঠেছি sienna থেকে, গোটা দিন এ এই একটিই ট্রেন। Montepulciano এ তে নেমে রীতিমতো ঘাবড়ে গেলাম। একটা ছোট স্টেশন, অধিকাংশ ইতালির regional train ( যেটা আমাদের লোকাল ট্রেন) এর মতোই এখানে নেই কোনো কর্মচারী, শুধু একটি সয়ংক্রিয় টিকিট কাটার মেশিন বসানো আছে। স্টেশনের বাইরেটাও প্রায় জনশূন্য। ।জায়গাটা দেখে মনে পড়ে গেলো পুরানো ওয়েস্টার্ন মুভির কথা। সামনে অল্প কিছু দোকানপাট আছে যার অধিকাংশই বন্ধ। গাছের ছায়ায় বসে দুজন প্রৌঢ় গল্প করছে। পাশে একটা ক্যাফে আছে কিন্তু লোক নেই কেও।যদিও স্টেশনের নাম Montepulciano, কিন্তু প্রকৃত শহরটা ওখান থেকে প্রায় 5 কিমি দূরে অধিকাংশ মধ্যযুগীয় শহরের মতো পাহাড়ের উপরে অবস্থিত। google এ দেখেছি 20 মিনিট পরে একটা বাস আসবে, যেটা Montepulcciano যাবে। তবে বাস ও একটাই, তাই ঘাবড়ানোর যথেষ্ট কারণ আছে। যদি google এর তথ্য ভুল হয় কিংবা বাস যদি না আসে, আর কোনো পরিবহনের বাব্যস্থও নেই।আসার আগে জায়গা তা সম্বন্ধে জানতে গিয়ে দেখলাম গাড়ি ভাড়া করা সবচেয়ে ভালো tuscany ঘোরার জন্যে, কিন্তু left hand drive এ অভ্যস্ত না হওয়াতে সেই সম্ভাবনা পুরোপুরি বাতিল। অগত্যা ভরসা google আর কিছু ওয়েবসাইটের তথ্য। ইতালি তে পাবলিক ট্রান্সপোর্ট অন্যান্য অনেক দেশের থেকে ভালো কিন্তু Montepulcciano এর মত বস্তুত অজপাড়াগাঁয়ে তা অপ্রতুল।আমার গিন্নিও একটু এবার ভয় পেতে শুরু করেছে। " তুই ঠিক দেখেছিস তো,1.20 তে বাস আছে ? sienna ফেরার ট্রেন কিন্তু সেই 5.30 এর পরে ।",যদিও মুখে তাকে আস্বস্ত করলেও নিজেরও একটু ভয় লাগছে। এদিকে কাউকে যে জিজ্ঞেস করবো তার উপায় নেই। ইটালিয়ান দের সাথে আলাপচারিতার পূর্ববর্তী অভিজ্ঞতায় জানি অধিকাংশই ইংরেজি জানে না, যারা জানে তারাও ভাঙা ভাঙা উপরন্তু জিজ্ঞেস করলে বিরক্ত হয়।হঠাৎ দেখলাম সাইকেলে করে rukshak নিয়ে একজনের আবির্ভাব হলো ক্যাফেতে। বুকভরা আসা নিয়ে তাকে বাসের কথা জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু বিধিবাম। তিনি একজন ফ্রেঞ্চ নাগরিক যে সাইকেলে চেপে ইতালি পরিদর্শনে বেরিয়েছে, যদিও সে ইংরেজি জানে কিন্তু বাসের কোনো খবরই সে দিতে পারলো না। ভয় আর অনিশ্চয়তা একটু একটু করে বেরে যাচ্ছে ঘড়ির কাঁটার সাথে। এমনসময় দেখি সেই গাছের ছায়ায় বসে আড্ডা মারা দুই প্রৌঢ় এর মধ্যে একজন আমাদের হাতছানি দিয়ে ডাকছে, কাছে যায়াতে জিজ্ঞেস করলো আমরা করা এবং কোথা থেকে এসেছি? Indian শুনে বললো এদিকে তো indian রা খুব একটা আসে না, তারা ফ্লোরেন্স আর পিসা দেখে রোমে চলে যায়। বাস এর কথা জিজ্ঞেস করতে বললো একটা বাস আসে এইসময় তবে আজকে আসবে কিনা জানি না। ইতালিয়ান দের হাবভাব কিছুটা বাঙালি দের মতোই, আড্ডাবাজ আর অলস।ওরা চেঁচিয়ে আড্ডাও মারে আবার ঝগড়াও করে, যা বাকি ইউরোপিয়ান দেশে চোখে পরে না।ঘড়ির কাঁটা 1.20 পেরোবার কিছুক্ষণের মধ্যেই বাসের আবির্ভাব হলো দূরে। যাক হাঁফ ছেড়ে বাঁচলাম।

বাস এ উঠেই কন্ডাক্টর টিকিট চাইলো, কিন্তু Tabachhi shop( ইংরেজিতে tobacco shop, ইতালির সমস্ত বাস, ট্রাম আর লোকাল ট্রেনের টিকিট এরকম দোকান থেকেই পওয়া যায়। দোকানের সিগনবোর্ডে একটা বড়শড় ইংরেজি T লেখা থাকে) বন্ধ থাকতে সেটা কিনতে পারি নি, অগত্যা 1.5 ইউরো এর টিকিট 3 ইউরো দিয়ে কন্ডাক্টর এর কাছ থেকে কিনতে হলো। বাস ভর্তি স্কুল পড়ুয়া, তারা ছুটি হওয়ার পর বাড়ি ফিরছে। বাস চললো cyprus গাছে ছায়া গ্রামের রাস্তা দিয়ে, অপরূপ সে দৃশ্য। স্কুলের বাচ্চারা একে একে যে যার গ্রামে নেমে গেলো, আমাদের দুজনকে ছাড়া। গ্রাম শেষ হতেই শুরু হলো আঙুরের ক্ষেত, দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে montepulcciano। বাসস্ট্যান্ডে নেমেই প্রথম কাজ ছিল sienna ফেরার বাস কখন ছাড়বে তার খোঁজ করা। জানাগেল 5.30 তে একটা বাস ছাড়বে, সেটা না ধরতে পারলে এই পাণ্ডব বর্জিত জায়গাতে রাত কাটাতে হবে।হাতে 3 ঘন্টা মতো সময় আছে, এই ছোট মধ্যযুগীয় শহরটি দেখার পক্ষে যা যথেষ্ট। বাসস্ট্যান্ড থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে পাথুরে রাস্তা দিয়ে।

রাস্তা দিয়ে উঠতে উঠতে দেখলাম রাস্তার পাশে ইতালিয়ান শিল্পীরা তাদের দোকান সাজিয়ে বসেছে, mosiac এর কাজ, কাঠের কাজ, sculpture নিয়ে। রাস্তার ধারে আছে অনেক ক্যাফে আর রেস্টুরেন্ট।Montepulcciano এর অন্যতম আকর্ষণ এখানকার জগৎ বিখ্যাত wine যা তৈরি হয় এখানকার আঙ্গুর থেকে। একদম মাথায় আছে piazaa grande বা শহরের কেন্দ্রস্থল। এখানে আছে শহরের মুখ্য ক্যাথিড্রায়াল।এখানেই বসে ফ্ল্যাগ থ্রোউইং ফেস্টিভ্যাল। যারা under the tuscan sun বই টি পড়েছেন বা সিনেমাটি দেখেছেন তারা হয়তো এই piazza তা চিনতে পারবেন।

piazza grande চারপাশের গলি দিয়ে বেরিয়ে দেখলাম Val d’Orcia এর নয়নাভিরাম সোন্দর্য।tuscany বা ইতালিয়ান এ toscana অনেকের কাছেই বহুল পরিচিত নাম, প্রাকৃতিক সোন্দর্যতে, ইতিহাস, শিল্পকলা যে গোটা বিশ্বে এর আলাদা সম্মান আছে। এহেন tuscany এর মুকুট বলা যায় UNESCO world heritage site Val d’Orcia কে। ঢেউ খেলানো দিগন্ত বিস্তৃত উঁচুনিচু জমি সবুজ হয়ে আছে আঙ্গুর গাছে, যা থেকে তৈরি হয় বিশ্ববিখ্যাত wine। মাঝে মাঝে দেখা যাচ্ছে cyprus গাছে ছায়া রাস্তা আর গুটিখানেক firmhouse।দূরে সেই রাস্তা গুলো দেখে আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল গাড়ি থাকলে ওই রাস্তা গুলো দিয়ে যাওয়া যেত।কিছুখন দাঁড়িয়ে উপভোগ করলাম সেই দৃশ্য। Val d’Orcia এর সোন্দর্য উপভোগ করা যায় শুধু montepulciano আর pienza থেকে।

অনেক্ষন হয়ে গেছে , এবার ফিরতে হবে। ফেরার সময় একটা রেস্টুরেন্টে খেলাম Lasgne আর সঙ্গে অবশ্যই red wine। Lasgne কলকাতায় fire and ice এ আগেও খেয়েছি, কিন্তু এর স্বাদ তার থেকে অনেকেই ভালো। অর্ডার দেবার সময় ই যথেষ্ট ঝামেলায় পড়তে হয়েছিল কারণ দোকানের মালিক কাম ওইটার ইংরেজি জানে না, কাজেই আকার ইঙ্গিতে বোঝাতে হলো। ফেরার সময় একটা wine celler এ ঢুকলাম, এখানে আপনি না কিনলেও চেখে দেখতে পারেন বিভিন্ন wine, সঙ্গে পাবেন brusito আর চীজ । কিনতে হবে এমন বাধ্য বাঁধকতা নেই।কিন্তু আমরা কিনেই বেরোলাম কারণ এমন স্বাদ এত সস্তায় কোথাও পাবো না। 5.30 টায় বাস ছাড়লো, গন্তব্য montalcino, সেখান থেকে sienna যাবার বাস পায়া যাবে। এই বাস এর অভিজ্ঞতা অনেকদিন মনে থাকবে কারণ এত সুন্দর রাস্তা দিয়ে খুব কম এ গেছি। বাস টা গেল Val d’Orcia এর ভেতর দিয়ে সেই cyprus এ ছায়া রাস্তা দিয়ে। পথে পরলো pienza। montalcino তে বাসটা থামার 5 মিনিটের মধ্যে এলো sienna যাবার বাস।সঙ্গে আরও কিছুজন সহযাত্রী থাকায় কিছুটা আস্বস্ত ছিলাম।অনেকদিন মনের মণিকোঠায় থাকবে Montepulcciano আর Val d’Orcia এর অভিজ্ঞতা

বি. দ্র. এই অভিজ্ঞতার ছবি দিয়ে বর্ণনা করা যায় না, তাও দিলাম স্মার্টফোনের কিছু ছবি। ছবি গুলির গুণমান খুব একটা ভালো না, কারণ আগের দিনেই আমি আমার সাধের DSLR টা হারিয়েছি, যা এইদিন সকালে আবিষ্কার করি। তাই ছবি তোলার খুব একটা উতসাহ ছিল না। সে গল্প পরে একদিন বলবো। কেমন লাগলো জানাবেন। আরো দিলাম আমার খুব প্ৰিয় এক ট্রাভেল ব্লগার এর Montepulcciano ভ্রমণের লিংক। Tour Operator রা সাধারণত Sienna বা southern tuscany নিয়ে যায় না, যদিও এটা ফ্লোরেন্স থেকে রোমে যাবার পথেই পরে।

ree


 
 
 

Comments


©2021 by SPOUT BOOKS. Proudly created with Wix.com

bottom of page