top of page
Search

এককড়ির সাধ

একটি অনাবিল আনন্দের গল্প, যেখানে এককড়ির সারল্য, তার দুষ্টুমি, ঠাকুমার জন্য মন-কেমন-করা, আর সবার বারণ-বকাবকি সত্ত্বেও শুদ্ধু ভালোলাগা আর ভালোবাসা থেকে কোনো এক সৃজনশীল কাজ শেখার উদ্দেশ্যে নানা ধরনের চেষ্টা (কী কাজ বলা যাবে না, তার জন্য বইটা পড়তে হবে)— গল্পটা হলো “এককড়ির সাধ”। গল্পে এককড়ি আমাদের নিয়ে যায় এক-বুক-নিশ্বাস-ভরা ফুরফুরে স্বপ্নের দুনিয়ায়, যে দুনিয়ায় লেখক মহাশ্বেতা দেবী গল্পের আনাচে কানাচে অক্লেশে বুনে চলেন অন্য আরেক লড়াই—সামাজিক প্রথা ও তথাকথিত জীবন-ধারণের আড়ালে খুদে এককড়ির নিজস্ব আনন্দকে চিনে নেওয়ার নিরন্তর লড়াই। আমরা দেখতে পাই, সমস্ত বাধা সত্ত্বেও ইচ্ছে আর মনের জোরে ভরকরে কিভাবে এককড়ি আয়ত্ত করে অত্যন্ত সাধের এই 'শেখা'। শেখা যেখানে নিজেই পাওনা হয়ে ওঠে সেই পাওয়া কিন্তু আজকের দিনের বস্তুগত পাওনার চেয়ে অনেকটাই আলাদা—


ছোট্ট এক গ্রামে সাধারণ মানুষের গল্প গড়াতে গড়াতে পৌঁছোয় রাজ দরবারে। আসলে কোনটাকে সাধারণ বলবো, আর কোনটা অসাধারণ, সেই প্রশ্নত্তর আরেকবার চিন্তা করার অবকাশ ঘটায় এককড়ির সাধ, আন্যদিকে পাঠকের মনেহয় শেখার আসল মানে কী?



সঙ্গে আছে যুধাজিৎ সেনগুপ্তর আঁকা অসাধারণ ছবিগুলো, যেগুলো গল্পকে আরও খোলতাই করেছে। বইটির লেআউট, অর্থাৎ সাজগোজ অসাধারণ, এই অসাধরণত্ব নিয়ে যদিও চিন্তা করার কোনো অবকাশ নেই—সাজগোজ বাচ্চা থেকে বুড়ো সকলের ভালো লাগবে। এক কড়ির লড়াই বড়দেরকে যেমন জীবনবোধ শেখায়, তেমন বাচ্চাদের কাছে খুলে দেয় নতুন এক দিগন্ত যার ওপারে আছে ভীষণ চাওয়া আর খানিক পড়ে-পাওয়া এপারের ব্যাতিক্রম, জিতে যাওয়া নানা স্বপ্ন! যা দিগন্তের এপারের দুনিয়ায় লোক আসলে ভাবতে নারাজ।



কলেজস্ট্রিটে এন.বি.টি.-র দোকানে গেলেই আপনি বইটা কিনতে পারবেন।

বা ওনাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন।


ree



এককড়ির সাধ

প্রকাশক এন.বি.টি

দাম ৫৫ টাকা।

 
 
 

Comments


©2021 by SPOUT BOOKS. Proudly created with Wix.com

bottom of page