দম দম বোম
- Swarna Jana
- Mar 29, 2022
- 2 min read
Updated: Mar 30, 2022
একটা বেশ সুন্দর ব্যাপার বলি। ওড়িশার বালাসোর জেলার জঙ্গল--কুলডিহার কাছে কুমকুট বাঁধ, ছোটো ব্যারেজ, বৃষ্টির জল ধরে রাখার প্রচেষ্টা, বাঁধের চারদিকে সবুজ টিলা বা পাহাড়ও বলতে পারেন। ভর-দুপুরবেলা আমরা সেই ড্যাম দেখতে গেছি, গিয়ে দেখি চৈত্র সেলে ড্যাম উধাও, বদলে বেশ বড়সড় একটা হ্রদের খাত, মাঝখানে মোষ চড়ছে, হপ্তাখানেক আগে হাতি এসেছিলো, তার থামের মত পায়ের ছাপ কাদায় গাঁথা। হ্রদের মাঝে ভঞ্জ রাজাদের একটা ভেঙেপড়া চেকপোস্ট যেখানে বিয়ের ছবি তোলা চলছে--সুন্দরী বউকে বর পেছন থেকে এসে ধাপ্পা করছে আর কানের কাছে ফুঁ দিচ্ছে, শট পছন্দ না হলে ঘটনার পুনরাবৃত্তি, এদিকে একজন হ্রদের বাকি জল পাইপ বসিয়ে, ঘামে জ্যাব জ্যাবে হয়ে, কোদাল চালিয়ে কেটে কুটে দিন দুপুরে 'পুকুর (পড়ুন হ্রদ) চুরি' করছে, এক বউ দূরে চান করছে, এক পাল ব্যাঙ অল্প জলে পায়ের আওয়াজ পেলেই ঝপাং ঝপাং লাফাচ্ছে, হ্রদের অগভীরে এক গাদা ফুশিয়া শালুক রোদে জ্বল জ্বল করছে, আর ওপরে আজুর আকাশ, যদিও রোদের দাপটে তাকানো দায়--সবই খাস লোকাল ব্যাপার। এরই মধ্যে রোগা প্যাংলা কালো কালো দুটো বাচ্চা মৃদু স্বরে কি-একটা বলতে বলতে পিছন পিছন ঘুরতে লাগলো, খানিক কান দেওয়ার পর বুঝলাম বলছে 'পয়সা দে লারু খাবো'। এবার, লারু আমার কাছে ছিলোনা, পয়সা আমি দেবো না, তাই বার কয়েক না করলাম, কিন্তু তারাও নাছোড়-বান্দা, তারপর দেখি মিনিট দশেক পরে নিজেরাই হতোদ্যম হয়ে ব্যারেজের গা থেকে নীচে ঢিল ছুড়ছে আর বলছে "দম দম বোম", বুদ্ধিতে অল্প শাণ দিতেই বোঝাগেল ওরা বোম মারছে নীচের মাঠে, কার বোম কত দূর যায়--এই তাদের খেলা। আমি ভাবলাম, এই সুযোগ--আমিও ওদের সঙ্গে খানিক দম দম বোম খেলতে শুরু করলাম, বেশিরভাগ সময় ওরা বেশ ভালো কম্পিটিশন দিলো। আসলে আমিও প্যাংলা ওরাও প্যাংলা তাই কদর করার মত প্রতিপক্ষ কেউ ছিলোনা। এদিকে আরেকটা বাচ্চা এসেছে ততক্ষনে, সে আসায় ওরা নিজেরা খানিক নিজেদের মধ্যে কথা বলে আবার শুরু করলো পয়সা দে লারু খাবো। মিনিট কয়েক ঘ্যান-ঘ্যানঘ্যান করার পর আগের একটা বাচ্চা নতুন বাচ্চাটিকে শুকনো মুখে বললো 'দেবে না', সেই দেখে আমি আবার আমার অবস্থান কিঞ্ছিৎ পরিবর্তন করে গাড়ি থেকে কদলী, ডিম্ব, আর একখানা মাত্র কমলা দিলাম, ডিম দেখে সে কি খুশি!
হ্রদের সফর শেষে ওদের সঙ্গে আবার দেখা হলো, জিজ্ঞাসা করলাম--কিরে খেলি? বেশ কনফিউসড স্বরে বললো "না", বোধহয় ভাবতে পারেনি ফলো আপ একজমিন হবে! বুঝলাম বাড়ির লোক খেতে দেয়নি। বাড়ির লোকেরই বা কি দোষ, হঠাৎ করে উটকো লোকের দেওয়া খাবার কেনো খেতে যাবে। তবে ওরা যা অনটনে থাকে তাতে হয়তো ওদের অবস্থানও সন্ধ্যের মধ্যে পরিবর্তন হয়ে যাবে ।
আমার কাছে দুচারটে ফোটো ছিলো দম দম বোম খেলার কিন্তু ওটা না দেওয়াই ভালো, ওরা কখনো আপনার আমার ফেসবুকে সম মর্যাদায় পৌঁছবে না, তাই নাই বা দেখলেন দম দম বোম ...যদি আরও দুটো কমলা দিতাম, বা যদি রঙিন কতগুলো দ্যামেজড বইও নিয়ে যেতাম তাহলে আরো কত বেশি ভালো লাগতো এই কাঁচ-পোকা গুলোর!
প্রসঙ্গতঃ এই ভিডিওতে যে গুবুরেপোকাটিকে ঢিল ছুঁড়তে দেখা যাচ্ছে সে কিন্তু ওই বিয়েবাড়ির দলের এজেন্ট, কাঁচ-পোকাদের দলের নয়। ওর নিজের সাহসে কোলায়নি তাই আমাকে এই টাওয়ারটায় ঘোরা-ঘুরি করতে দেখে আমার পিছন নিয়েছিলো।






Comments