শিশু সাহিত্য
শিশু পাঠ্য সাহিত্য, কিশোর সাহিত্য, এবং পরিনত সাহিত্য, সত্যি কি এদের মধ্যে কোনো সীমারেখা বর্তমান?

একটি শিশু প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণভাবে তার বাবা মায়ের ওপর নির্ভরশীল। এটি একটি আত্মকেন্দ্রিক অবস্থান। কালের নিয়মে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, delayed gratification-এর মধ্যেদিয়ে, এই নির্ভরশীলতা ধীরে ধীরে কাটে, মানুষের মনের উদারতা বাড়ে, মানুষ পরিনত হয়। দেখাযায়, মানুষ অপরের ওপর নির্ভরশীল না হলে, নিজের সুবিধা অসুবিধার বাইরে অন্যের কাজকর্ম মননশীলতা এবং সিদ্ধান্তগুলোকে নিজের মধ্যে সহজে গ্রহন করতে পারে। যাইহোক শিশু যখন নির্ভরশীল তখন তার সুবিধাগুলো হারানোর আশঙ্কাও বেশি, সেখানে যদি জনৈক শিশু সাহিত্যে বলাহয় যে রাজা দুয়োরানীকে ছেড়ে সুয়োরানীর সঙ্গে সুখে ঘর করতে লাগলেন তখন শিশুর মনে তার বাবার দ্বারা পরিত্যক্ত হওয়ার আশঙ্কা জন্মাতে বাধ্য, বিশেষত সে যদি নিজেকে দুয়রানীর পুত্র বা কন্যা মনেকরে থাকে! শিশু বয়সে অপরিনত পাঠক দ্বায়িত্ব ও ভালবাসার মধ্যে পার্থক্য করতে অক্ষম। শিশু মনের অবস্থানে পাঠক মনে করতেই পারে যে রাজা শিশুকে ত্যাগ করলে শিশুর প্রতি ভালবাসার দ্বায়িত্ব কেন পালন করবেন তিনি,…



